নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঘোজাডাংগা গ্রামের কবি আবু হোসেন ঢালীর কন্যা হাবিবা হেনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাবার লেখা ” আলোর প্রদীপ ” কবিতা আবৃতি করে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের মন কেড়েছে। গতকাল কুশুলিয়া ইউনিয়ন পরিষদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় কবিতা আবৃতি করে হাবিবা হেনা। এসময় আবেগ আপ্লূত হয়ে মাননীয় এম পি মহোদয় নিজের বরন করা ফুলের মাল্য হাবিবা হেনাকে উপহার দেন।
Leave a Reply