নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে গরু দিয়ে ধান খাওয়ানো কে কেন্দ্র করে মারামারিতে একজন আহত হয়েছে। এই ঘটনায় আহতের বড় ভাই রায়হান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়,কুতুবউদ্দীন পিতা দিদার আলি তার ঘেরের জমিতে ইরি ধান চাষ করে। গত ১২/২/২০২২ তারিখ শনিবার বিকাল ৪ঘটিকার সময় রায়হানের ছোট ভাই মোঃ কুতুবউদ্দিন জমিতে গিয়ে দেখে
রেজাউল ইসলাম পিতা নুর ইসলাম গাজী তাদের ধান ক্ষেতে গরু বেঁধে ধান খাওয়াচ্ছে। সে ধান ক্ষেত থেকে গরু সরিয়ে নিতে বললে তার কথা না শুনে উল্টো বিবাদী রেজাউল গালিগালাজ করতে থাকে। কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদী রেজাউল এর ডাকে রিয়াজুল পিতা মৃত জিয়াদ বক্স, নুর ইসলাম পিতা সুবাহান আলি গাজী, মিয়ারাজ পিতা নুর ইসলাম সহ দশ বারো জন লোক সঙ্ঘবদ্ধ ভাবে হাতে বাঁশের লাঠি ও অন্যান্য অস্ত্র সস্ত্র নিয়ে ছুটে আসে। কোন কিছু বুঝে উঠার আগেই এই সঙ্গবদ্ধ চক্রটি কুতুবউদ্দিন কে কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিঠিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং মুখের উপর রক্তাক্ত জখম করে। এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচার জন্য সে ডাক চিৎকার করতে থাকে ।তার ডাক চিৎকারে পিতা ও বড় ভাই রায়হান ছুটে এসে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে বিবাদীদের
হাত থেকে রক্ষা করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। কুতুবউদ্দিন এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযোগে আরো উল্লেখ আছে ইতিপূর্বে এই বিবাদীরা কুতুবউদ্দীনের মৎস্য ঘেরের পাটা কেটে দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, রায়হানের একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply