নিজস্ব প্রতিনিধি ঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলিপুরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাথা এবং “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক ও আলোচনা সভা ও জারি গান অনুষ্ঠিত হয়েছে। ০৩মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আলিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা জুলফিকার আলী, ০২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি, ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাসেম ও ইউপি সদস্য রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা সলুদা বেগম, ইউপি সদস্যা মমতাজ বেগম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। আলোচনা শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জারী গান অনুষ্ঠিত হয়।
Leave a Reply