কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো :১ই মার্চ সকাল ১১টায় ডেলটা লাইফ ইনসুরেন্সের কোং লিঃ দেবহাটা শাখার আয়োজনে পারুলিয়ায়তে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জগদিশ মন্ডল ইউনিট ম্যানেজার দেবহাটা শাখা,বিশেষ অতিথি, দেবতোষ বাঙালি,ইউনিট ম্যানেজারের দেবহাটা সদর,মনজুরুল হক,হিসাব রক্ষক,রামানন্দ দাশ,হিসাবরক্ষক, হাফিজুল ইসলাম, ফিল্ড অফিসার,আলমগীর হোসেন, ফিল্ড অফিসার,প্রবোধ কুমার,ফিল্ড অফিসার,মেহেদী হাসান,ফিল্ড অফিসার, দীনবন্ধু মন্ড, ফিল্ড অফিসার,আব্বিয়া খাতুন, ফিল্ড অফিসার, জগদিশ মন্ডল, ফিল্ড অফিসার,প্রমূখ।
Leave a Reply