নিজস্ব প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন হয়েছে । রবিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আমির আলী খাঁন ও সদস্য সচিব আব্দুস সবুরের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আবু হাসান রাজুকে আহবায়ক ও আশরাফুল গাজীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক কলিম গাজী (মেম্বার), সাজ্জাদ হোসেন সাজু, বাবলু গাজী। সদস্য হলেন, হাবিবুর রহমান গাজী, আবু মুসা, আসাদুল ইসলাম, সুরাত গাজী, ওলিউর ইসলাম, জহুরুল ইসলাম, শ্রী সম্ভু গাতী, সেলিম হোসেন, আবুল কালাম, শফিকুল ইসলাম, শিমুল হোসেন, রুবেল হোসেন, সালাম গাজী, আব্দুল জলিল, বিল্লাল হোসেন, আবু জাফর বাবু। এ কমিটির নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর আদর্শের ওপর অবিচল আস্থা রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘শ্রমবান্ধব সরকার’ এর একনিষ্ঠ কর্মী হিসেবে আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের এর মাধ্যমে ইউনিয়নের সকল ওয়ার্ডের কমিটি গঠন করে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে
Leave a Reply