স্টাফ রিপোর্টারঃ অস্থায়ী ভবনকে নতুনভাবে সাজিয়ে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদে উঠেছেন আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু। সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন- ইউনিয়ন পরিষদকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করাই হবে আমার লক্ষ্য ও উদ্দেশ্য। বিগত দিনে নদী ভাঙনে আমাদের গোটা ইউনিয়নবাসীকে সর্বশান্ত করে দিয়েছে। সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়েই আমার রাজনৈতিক অভিভাবক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি স্যারের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেবের নির্দেশনায় আমি ও আমার পরিষদের সদস্যবৃন্দ আপনাদের সহযোগিতায় নতুন করে আবার এ ইউনিয়নকে বসবাসের উপযোগী করে গড়ে তুলব। সেমবার সকাল ১১টায় নাকতাড়া কালীবাড়ী বাজারে পরিষদের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা ইউনুস আলী ও পবিত্র গীতা পাঠ করেন দীবাকর সেন। এ সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত মহিলা মেম্বর শাহনাজ পারভীন, নিলিমা রানী, শামীমা পারভীন, মনিন্দ্র নাথ মন্ডল, আক্তারুজ্জামান, ইয়াছিন আলী, নজরুল ইসলাম, আবু হাসান, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মইনুল ইসলাম বুলু আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, সাবেক যুবলীগ নেতা আলাউদ্দীন লাকি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, ব্যবসায়ী আরিফ মোল্যা, উজ্জল মাহমুদ, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, সাংবাদিক শাজাহান আলী, কামাল হোসেন,প্রমুখ।
Leave a Reply