স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সকাল থেকে গণটিকা কার্যক্রম চলছে। শনিবার সকাল ৮টা থেকে জেলাব্যাপী ২শতাধিক কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়া সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা গেছে। সকাল ৮টায় সাতক্ষীরা সদর হাসপাতালে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত। এদিকে, জেলার টিকাদান কেন্দ্রগুলোতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, জেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২৪৩ টি কেন্দ্রে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণটিকাদান চলছে। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আশা করছি,১লাখ টিকা দেওয়া সম্ভব হবে। তিনি আরও জানান,প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ভবনে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও দুটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সবমিলিয়ে টিকা কেন্দ্রের সংখ্যা ২শ’ ৪৩টি। প্রতিটি কেন্দ্রে ২ জন করে টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছসেবক দায়িত্বে রয়েছে বলে জানান সিভিল সার্জন। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১শ’টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল মেলে। গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে কালিগঞ্জের আব্দুল্লাহ দফাদার নামে ৬৫ বছর বয়সী একজন মারা গেছেন। ডা. জয়ন্ত কুমার আরও জানান, জেলায় এপর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা পেয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ লাখ ৮৬ হাজার জন। এছাড়া তৃতীয় ডোজ পেয়েছেন ৩১ হাজার জন।
Leave a Reply