খাইরুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা আশ্রম ক্রিকেট মাঠ প্রাঙ্গন। ছয়দলীয় ক্রিকেট সুপার লীগ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষণীয় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস (পলাশ) ও ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, কুল্যা সুপার লীগ টুনামেন্ট দুই টি দল অংশ গ্রহন করে । কুল্যা কিংস ক্রিকেট একাদশ ও কুল্যা নাইট রাইডাস ক্রিকেট একাদশ পরস্পরের মুখোমুখী হয় ১২ ওভার খেলার পরে কুল্যা কিংস ২০১ রান করে জয়লাভ করেন। কুল্যা নাইট রাইডাস ১৬০ রান করে পরাজিত হয়। কুল্যা কিংস ফাইনাল খেলার গৌরব অর্জন করে। আকর্ষণীয় এই খেলাটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন,জি এম বাবলা মোঃ রুবেল ডাঃ তাজ। মিকাইল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. ভোকেট দিবাশীষ মুখার্জি রফিকুল ইসলাম (রফিক) কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিতায় কর্মকার শিক্ষক দেবব্রত (দেবু). শিক্ষক মোঃ সাইদ খেলোয়ার মোঃ রানা, মোঃ গোলাম সরোয়ার এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও দশকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply