1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ সেঁজে আটক ৫জন,ভূয়া আইডি কার্ড পিস্তলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?📰সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার📰আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল📰সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত📰ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত📰শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা সাবেক এমপি হাবিবের📰ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন📰সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ সেঁজে আটক ৫জন,ভূয়া আইডি কার্ড পিস্তলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ডিবি পুলিশ সেঁজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা হারুণ-অব-রশিদ মহাবিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল,অকিটকি সেট,হ্যান্ডক্যাপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। আটক মোস্তফা বিশ^াস (৪৬),সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২),মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭) যশোর জেলার বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করেনি র‌্যাব। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ জানান,আসামীরা দীর্ঘদিন গোয়েন্দা পুলিশ পরিচয়ে সড়ক-মহাসড়কে ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের পাশে অবস্থান নেয়। গোপন সংবাদে জানতে পেরে সেখানে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এসময় তাদেরকে আটক করা হয়। আর জব্দ করা হয়, ১টি প্রাইভেটকার,১টি মোটরসাইকেল,১টি খেলনা পিস্তল,২টি পিস্তলের কভার,১টি অকিটকি সেট,২টি ডিবি পুলিশের কটি,২টি হ্যান্ডক্যাপ,২টি পুলিশ ফিল্ডক্যাপ,১টি পুলিশ বেল্ট,১টি গোয়েন্দা পুলিশের ভূয়া আইডিকার্ড ও ১টি পিস্তল বাঁধার চেইন। ইশতিয়াক আহমেদ আরও জানান, খুলনা,বাগেরহাট ও সাতক্ষীরায় এই চক্রের রয়েছে বিশাল নেটওয়ার্ক। গোয়েন্দা পুলিশ যেসকল পোশাক ও সরঞ্জামাদি ব্যবহার করে,আটককৃতরাও একই ধরণের পোশাক ও সরঞ্জামাদি ব্যবহার করে। যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হন এবং অসহায় হয়ে পড়েন। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। প্রসঙ্গত: সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম হচ্ছে। গত ৬ ফেব্রæয়ারি বাই-পাস সড়কে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মোনতেছ আলীর ছেলে আবুল জলিল নামের এক হাঁস-মুরগী ব্যবসায়ীর ৩৪ হাজার টাকা ছিনতাই হয়। এরআগে কাশেমপুর বাইপাস সড়কে এক মাছ ব্যবসায়ীর ভ্যান গতিরোধ করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় চক্রটি। চলতি বছরের ২৩ জানুয়ারি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর নামকস্থানে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত মিয়ারাজ মল্লিকের ছেলে ছাগল ব্যবসায়ী রফিকুল মল্লিকের কাছ থেকে টাকা ছিনতাই হয়। চলতি বছরের প্রথম দিকে কাশেমপুর দক্ষিণ বাইপাস সড়ক মোড়স্থ পলাশের ভাজা দোকানের সামনে থেকে নেভিকালার প্রাইভেটকারে সাদা পোশাকধারী অজ্ঞাত ৪জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে। তার কিছুদিন পর একই মোড় থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আরেক মোটরসাইকেল আরোহী কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এরআগে ২০২১ সালের ১২ডিসেম্বর পারুলিয়া গরুহাট থেকে গোদাঘাটা এলাকার গরু ব্যবসায়ী মোকসেদ মোল্যার পুত্র মিজানুর রহমান গরু বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফেরার পথে বাবুলিয়া জোনাব আলির বাড়ি সামনে থেকে তাকে নামিয়ে নিয়ে তার দুই হাতে হান্ডক্যাপ পরিয়ে ছয়ঘরিয়া এলাকায় নিয়ে মিজানুর রহমানের কাছ থেকে এক লাখ ৪২ হাজার টাকা ছিনতাই করে। এরআগে বাইপাস সড়কের কামালনগর মোড়স্থ নামস্থান থেকে মোটরসাইকেল যোগে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে লস্কর পেট্রোল পাম্পের এক ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় বলে সূত্রে জানা যায়। একর পর এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপরতা বৃদ্ধি করে। সাতক্ষীরা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র‌্যাব সূত্রে জানা যায়,এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন জায়গায় ছিনতাই কাজে জড়িত থাকতে পারে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd