ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রওশন আলী বৃহস্পতিবার ভোর ৬ টায় ৪মিনিটে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, তিনি ছিলেন আগরদাঁড়ি কামেল মাদ্রাসা মসজিদের সাবেক খতিব হাজারো আলেমের ওস্তাদ, খ্যাতিমান ভাষা ও সাহিত্যবিদ অসংখ্য বইয়ের অনুবাদক ও লেখক এবং সাতক্ষীরা জেলার শীর্ষ স্থানীয় আলেম, তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তাকে একনজর দেখার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে সহকর্মী আলেম-ওলামা সাধারণ মানুষ ছুটে আসেন তার বাসভবনে, বৃহস্পতিবার আসরের নামাজের পরে আগরদাঁড়ি কামিল মাদ্রাসা ময়দানে তার জানাজা নামাজ সম্পন্ন হয়, হাজারো মুসল্লিদের মধ্যে জানাজা নামাজ আদায় করেন, স্থানীয় সামাজিক সংগঠন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের জনগণ তার মধ্যে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক বৃন্দ আগরদাঁড়ি ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন,ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, , মাওলানা অধ্যক্ষ আব্দুল গফফার চেয়ারম্যান কুশখালী ইউনিয়ন পরিষদ, মাওলানা আব্দুল বারী মাওলানা মাহফুজুর রহমান সহ পরিবারের সদস্যবৃন্দ, জানাজা নামাজ আদায় করেন মুহাদ্দিস আব্দুল খালেক আগরদাঁড়ি কামিল কামিল মাদ্রাসা।
Leave a Reply