নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানে আশার মুখ দেখলেও মুখ থুবরে পড়েছে ধান সংগ্রহে। গত দুই মাসে সরকারি ভাবে ৫৪ মেট্রিকটন ধান সংগ্রহ হয়েছে মাত্র। ফলে ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত না হওয়ার শংকা দেখা দিয়েছে। উপজেলা খাদ্য বিভাগ স‚ত্রে জানা গেছে, সাতক্ষীরা সরকারি ভাবে অভ্যন্তরীণ আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ১০৪৮ মেট্রিকটন ধান সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করার লক্ষে কৃষকের নিকট থেকে গত বছরের ৫ ডিসেম্বর ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। কৃষকের সাথে চুক্তি করায় চুক্তি অনুযায়ী উদ্বোধনের দিন থেকে এ পর্যন্ত গত দুই মাসে ৫৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। আগামী ২৮ ফেরুয়ারী পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযানের নির্ধারিত সময় রয়েছে। সংশ্লিষ্ঠরা বলছেন, নির্ধারিত সময়ে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হওয়ার আসা থাকলেও সরকার নির্ধারিত দামের চাইতে স্থানীয় বাজারে দেড় থেকে দ্ইু শ’ টাকা ধানের দাম বেশি পাওয়ায় সরকারি খাদ্যগুদামে ধান দিচ্ছেন না কৃষকরা। ফলে ধান সংগ্রহ অভিযান মুখ থুবরে পড়েছে। এদিকে অনেক কৃৃষক বলছেন, সরকার ২৭ টাকা কেজি দরে ধানের দাম নির্ধারণ করেছে। কিন্তু সরকার নির্ধারিত দামের চাইতে স্থানীয় বাজারে মণ প্রতি দেড়শ’ থেকে দুইশ’ টাকা ধানের দাম বেশি পাওয়া যাচ্ছে। তাই বাজারে ধানের দাম বেশি পাওয়ায় খোলা বাজারেই ধান বিক্রি করছেন। ফলে সরকারি খাদ্যগুদামে ধান দিতে কৃষকরা অনাগ্রহী। সাতক্ষীরা কদমতলা বাজার ধান ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এপ্রতিবেদককে বলেন, বর্তমানে সাতক্ষীরাতে কৃষি জমিতে মৎস্য ঘের হওয়ার কারণে ধান চাষ তুলনামূলক অনেক কমে যাওয়ায় বাজারের দোকানে ততটা ধান না পেয়ে অলস সময় কাটাতে হচ্ছে। সাতক্ষীরা ধান-চাল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান এ প্রতিবেদককে বলেন, সরকারের সাথে চুক্তি অনুযায়ী কৃষকরা প্রকৃত ধানের মূল্য না পাওয়ায় ধান দিচ্ছে না সরকারের এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়েও বাজারে বেশি দাম পাওয়ায় কৃষকরা খোলাবাজারে ধান বিক্রি করছে বেশি। সাতক্ষীরা উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা এএসএম মনজুরুল আলম বলেন, আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্র অর্জিত হবে। শুধু তাই নয় সরকার যে মূল্য নির্ধারন করেছে কৃষকের ধানের জন্য তা তুলনামূলক ভাল। সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ জোহরার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অফিসে আসার জন্য বলে ফোন রেখে দেন।
Leave a Reply