জিয়াউর রহমান: সদর উপজেলার ১৪ নং ফিংড়ীতে অবস্হিত গ্রীন পার্কের উন্নয়নের আশ্বাস প্রদান করেন সাতক্ষীরার জননন্দিত গনমানুষের নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সরেজমিনে জানা যায়- ১৯৭৭ সালে ডাক্তার শহিদুল ইসলাম দুলু মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত এই গ্রীন পার্কটি প্রতিষ্ঠা করেন। ফিংড়ী বাজারের পশ্চিম অদূরস্থে তিনি বহুকষ্টে গড়ে তোলেন এই গ্রীন পার্ক। এ প্রসঙ্গে ডাঃ শহিদুল ইসলাম দুলুর নিকট জানতে চাইলে তিনি বলেন- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধােদের স্মরণ রাখতে পারে সেজন্য আমি এই গ্রীন পার্ক টি গড়ে তোলার চেষ্টা করছি। সেকারনে আমি গ্রীন পার্কের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এই এলাকার বীর মুক্তিযোদ্ধাগনের নাম খোদাই করে রেখেছি। যাতে আমাদের আগামী প্রজন্ম তাদেরকে শ্রদ্ধাস্পদ হিসেবে স্মরণ করতে পারে। তিনি আরও জানান – বর্তমানে গ্রীন পার্ক সংরক্ষণের জন্য পার্কটিতে এরিয়া প্রাচীর দিতে হবে, বর্ষা মৌসুমে পানিতে ডুবে যাওয়া রোধে মাটি ভরাট দিতে হবে বসার স্হান ও শহীদ মিনারসহ বেশ কয়েকটি কাজ এই মূহুর্তে করতে হবে। আমি আমার ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহফুজ সরদার ও চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান কে জানিয়েছি তারা আমার যথাযথ আশ্বাস প্রদান করেছেন। সর্বপরি ফিংড়ীর হাজারো মানুষের গন সাক্ষরিত আবেদন জননন্দিত নেতা সাতক্ষীরা সদর ০২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিকট নিয়ে যায় উনি সবকিছু শুনেবুঝে স্বশরীরে ফিংড়ীর গ্রীন পার্কে আসবেন বলে আশা ব্যক্ত করেন এবং গ্রীন পার্কের সংষ্কার ও যুগোপযোগী করে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি কবে স্ব-শরীরে গ্রীন পার্ক পরিদর্শনে আসবেন সেই অপেক্ষায় প্রহর গুনছে ফিংড়ীবাসী।
Leave a Reply