স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বাঁদশাহ ফয়সাল মসজিদের সামনে সুলতানপুর সরদার পাড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও বাঁদশাহ ফয়সাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু।
এসময় উপস্থিত ছিলেন বাঁদশাহ ফয়সাল মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মীর হাবিবুর রহমান বিটু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, মো. আরাফাত, সুজন, রাজীব ও ইসর্রাফিল প্রমুখ। এসময় বাঁদশাহ ফয়সাল মসজিদের সামনে সুলতানপুর সরদার পাড়ার শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় সুবিধাভোগি শীতার্ত মানুষ শীতবস্ত্র কম্বল পেয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়ি ফিরে যায়।
Leave a Reply