বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলা কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর দুঃস্থ কল্যাণ ফাউন্ডেশন আয়োজনে দুস্থ অসহায় ও গরীব মানুষের মাঝে শীত নিবারণের জন্য ৪০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়, বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফাউন্ডেশন নিজস্ব অফিসে বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠানটি পরিচালিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী মুর্তজা (বাবু) সভাপতি বাহাদুরপুর দুস্থ কল্যাণ ফাউন্ডেশন, সেক্রেটারি ফায়সাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ দের উপস্থিতিতে মূল্যবান বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস ( পলাশ), ইউপি সদস্য আলমগীর হোসেন (আঙ্গুর) ও মোঃ নজরুল ইসলাম এছাড়া আবুল হোসেন বাবলু, প্রভাষক জুবায়ের হোসেন, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম এম নুর আলম সহ আরো অনেকে। উপস্থিত অসহায় ৪০০ পরিবার এই তীব্র শীতের মাঝে শীতবস্ত্র পেয়ে খুবই আনন্দিত।
Leave a Reply