দেবহাটা ব্যুরোঃ দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা। কালে ইং ০১/০২/২০২২ তারিখ, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই (নিঃ) সুজিত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোজাহিদুল ইসলাম, এএসআই(নিঃ) এসএম মোজাম্মেল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার বিভিন্ন এলাকা হইতে পাঃ জারী-১১/২১ (দেবঃ) এর আসামী ১.মোঃ মেহেদী হাসান, পিতা-আঃ মাজদে মিস্ত্রী, সাং-সুশিলগাতি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-২৮৩/১৩ এর আসামী ২। মোঃ হাবিবুর রহমান বাবু, পিতা-মোঃ আঃ মান্নান আনসারী, সাং-উত্তর কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, সিআর-১৭৪/২১(দেবঃ) এর আসামী-৩। সালমা বেগম, সাস্বী-আনারুল মোড়ল, সাং-উত্তর কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, নাঃ শিঃ ৩৩০/১৯ এর আসামী-৪। ক্ষিতিশ মন্ডল, পিতা-দিবু মন্ডল, সাং-সুবর্নাবাদ, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, নাঃশিঃ-৩৩০/১ এর আসামী-৫। কালিদাসী মন্ডল, জং-ক্ষিতিষ মন্ডল, সাং-সুবর্নাবাদ, থানা-দেবহাটা,জেলা-সাতক্ষীরা, নাঃ শিঃ ৩৩০/২১ এর আসামী-রানু বর্মন, জং-অরুন বর্মন, সাং-সুবর্নাবাদ, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া ইং-০১/০২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply