আশাশুনি ব্যুরোঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মেসার্স শাওন ষ্টোর নামীয় মুদি দোকান হতে চুরি হওয়া ৪০ হাজার ৪০০ টাকাসহ ৪ জন ও ওয়ারেন্ট ভূক্ত ২ আসামীকে আটক করেছে। শুক্রবার থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনা কালে, এসআই (নিঃ) আবু হানিফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানায় ২০(০১)২০২২ নং চুরি মামলার আসামী অভয়নগর থানার গুয়াখোলা (প্রফেসর পাড়ার মোড়) গ্রামের খোকন খাঁ এর ছেলে রাফু খাঁ(৩০) কে, ছামাদ মোল্লার ছেলে অলিয়ার মোল্লা(৪৮) কে, বদরুদ্দীন সরদার এর ছেলে মিলন সরদার(৩৫) কে, শার্শা থানার কাটশিকরা গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে ফজলুর রহমান(৪৫) কে আশাশুনি থানা এলাকা এবং সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে আশাশুনি মোটর সাইকেল গ্যারেজ সমিতি সংলগ্ন মেসার্স শাওন ষ্টোর নামীয় মুদি দোকান হতে চুরি হওয়া ৪০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানাগেছে। এছাড়া, এস,আই (নিঃ) নাজিম উদ্দীন ও এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর এবং জিআর ওয়ারেন্ট মূলে আসামী আশাশুনি থানার কল্যানপুর গ্রামের মৃত বারী সানার ছেলে লাভলু সানা কে ও পদ্মবেউলা (চিলেডাঙ্গা) গ্রামের আঃ গফ্ফার সরদারের ছেলে রুহুল আমিনকে আটক করে। আটককৃতের শনিবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply