গৌরপদ দাশ (কালিগঞ্জ) সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা কালিগঞ্জ উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা ১২ টায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রওশানা খাতুন, মোজাহার মেমোরিয়াল বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ সেন, শ্রীকলা হাইস্কুলের সহকারী শিক্ষক শিশির দত্ত, রতনপুর বিদ্যাপীঠ এর ক্রীড়া শিক্ষক অচিন্ত কুমার, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলাম খাঁন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ আকুর রহিম, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম মুকুল, নেঙ্গী মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনিরুল ইসলাম, দক্ষিন শ্রীপুর কেএমএল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আঃ রহমান সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন। আগামী ২৩ জানুয়ারী থেকে উপজেলা পরিষদ মাঠে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা, ২৪ জানুয়ারী উপজেলা পরিষদ মাঠে ক্রিকেট খেলা এবং ২৫ জানুয়ারী এ্যাথালেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ্যাথালেটিক্স খেলার আহবায়ক উজ্জীবনী ইন্সটিটিউট স্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু। সদস্য সকল স্কুল ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক বৃন্দ।
Leave a Reply