আশাশুনি ব্যুরোঃ আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুর কুলসুমিয়া এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকালে এতিমখানায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি সদর ইউনিয় পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এসময় এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আকরাম হোসেন, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, এতিম খানার শিক্ষক হাফেজ আছাদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ময়না খাতুন, প্রতিষ্ঠাতার সহধর্মিনী তানিয়া সুলতানা, কৃষকলীগের সদস্য সচিব মতিলাল সরকার, এতিমখানার সেক্রেটারী মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply