জিয়াউর রহমান: সাতক্ষীরা সদরের ১৪ নং ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে শিশুদের বিশেষ কৌশলে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া ও করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানষ কুমার বসু এর সভাপতিত্বে ও এস এম সির বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক মোঃ জিয়াউর রহমানের সন্চালনায় হাত ধোয়ার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্হিত ছিলেন এস এম সির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভাপতি রফিকুল ইসলাম তার দীর্ঘ বক্তৃতায় বলেন- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ১৯৬৪ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের শিশু ও জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর বিশ্বব্যাপী পরিচিতি ব্র্যান্ড লাইফবয় শিশুদের স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষে দেশের কিছু জেলায় স্কুলভিত্তিক পরিচালনা করতে যাচ্ছে। এক জাতীয় জরিপ তথ্য অনুযায়ী দেখা গেছে- বাংলাদেশে প্রতিবছর ডায়রিয়া জনিত কারনে প্রায় ৫০ হাজারের বেশি শিশু প্রাণ হারাচ্ছে, সাথে নতুন করে কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ৫৫ লাখের অধিক মানুষ প্রাণ হারিয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মনে করে সঠিকভাবে ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার মাধ্যমে এই মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। এসময় লাইফবয় এর মাইক্রোফোন কন্ট্রোলার তারিন আফরোজ জানান- প্রতিদিন আমাদের ১০ বার করে সাবান দ্বারা হাত ধুতে হবে। সকালে নাস্তার আগে,দুপুরে খাবারের আগে, রাতে খাবারের আগে,বাথরুম ব্যবহারের পরে,খেলার পরে,গোসলের সময়,অসুস্থ রোগীর সেবা করার আগে ও পরে, রান্না করার আগে, অপরিষ্কার জিনিস ধরার পরে,বাইরে থেকে ঘরে ফেরার পর। এসময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন সহকারী শিক্ষিকা নাজমিন সুলতানা, কনিকা গাইন, ফিরোজা খাতুন,শিক্ষক সাধন কুমার দাশ শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply