নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে কাটিয়া লস্কর পাড়ায় মাদ্রাসাতুল হাসান (রাঃ)’র কোমলমতি এতিম শিশুদের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, মাদ্রাসাতুল হাসান (রাঃ) পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ডা. শেখ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, হাফেজ আসাদুর রহমান, মো. মনোয়ার হোসেন, আনিসুর রহমান প্রমুখ।
Leave a Reply