দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তমঞ্চ চত্বরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তৌহিদুজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply