আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত অবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে, তখন একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের মতো জঘন্য ঘটনা ও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তিনি সকলকে সর্বদা সতর্ক থাকা ও দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান জানান। এসময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, আবু হেনা সাকিল, স,ম সেলিম রেজা মিলন, প্রভাষক মোনায়েম হোসেন, আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলে।
Leave a Reply