আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বিএনপির মতবিনিময় সভা শনিবার সকালে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডক্টর মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতারুল ইসলাম সহ সকল উপজেলা বিএনপির শীর্ষ পর্যায় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বলেন বিএনপি দেশ ও জাতির কল্যাণে সর্বসময় কাজ করে এবং করেছে। সাতক্ষীরার মাটি বিএনপির ঘাটি হিসেবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীর্ষ প্রতিক নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ। বিএনপির কর্মী ও নেতাদের মধ্যে সকল বিভেদ ও দীধা দ্বন্দ্বে ভুলে বিএনপির জন্য কাজ করতে হবে, তবে যারা বিতর্কিত ব্যাক্তি ও বিএনপির দূরদিনে পাশে ছিল না তাদের থেকে সাবধান থাকতে হবে। আগামী দিন বিএনপির সকল নেতা কর্মিদের নিয়ে সুন্দর একটি জেলা বিএনপির কমিটি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
Leave a Reply