আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:
সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জর বিএএম উপপরিচালক মো. নুরুল হাসান ফারিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম,ডিজিএফআই সাতক্ষীরার উপপরিচালক মো.রেজাউল হক চৌধুরী, জেলা মৎস্য অফিসার জি. এম সেলিম, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়ন খুলনার পরিচালক মোল্ল্যা আবু সাঈদ, আনসার ব্যাটালিয়ন যশোর এর পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন, সংযুক্ত খুলনা রেঞ্জ এর উপপরিচালক মো.আজিম উদ্দীন, যশোর জেলা কমান্ড্যান্ট মোঃ আল-আমিন হোসেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মো.মিনহাজ আরেফিন, সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সাতক্ষীরা জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ।
এছাড়া সাতক্ষীরা জেলায় কর্মরত বর্তমান ও সাবেক আভি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পবদীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত রয়েছেন।
Leave a Reply