বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় আনন্দ উৎসবের মধ্যে দিয়ে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের জন্মদিন পালিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী-২৫) সকাল ১১ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের বাস্তবায়নে টিকেট সাইক্লোন সেন্টারে কেক কেটে উক্ত জম্মদিন পালন করা হয়। এসময় সুশীলন এর মনিটরিং অফিসার শরীফ হেলাল, কুলিয়া ইউনিয়ন এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা, স্পন্সারশিপ চাইল্ড প্রটেকশন এন্ড ফ্যাসিলিটিটর জয়প্রকাশ, টিকেট গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বাবু মহন্ত কুমার বৈষ্ণব, ক্লাস্টার সভাপতি অনামিকা পাড়, বি এস এল সভাপতি মোহন মন্ডল, সায়েদ, সুস্মিতা, সাইফুল ইসলামসহ এলাকার গনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়নে মোট ১৫৪৭ জন শিশুর জন্মদিন পালন করা হয়। এছাড়া প্রত্যেক শিশুর জন্য উপহার হিসাবে ১টি টিফিন বাটি ও ১টি মগ প্রদান করা হয়। শিশুরা উপহার পেয়ে অনেক খুশি। অভিভাবকরা ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের এমন উদ্যোগকে বাহবা জানান।
Leave a Reply