নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়ার শহিদুল ইসলামের বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২যুবক-যুবতিকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সাহা পাড়ার শহিদুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহর ও এলাকার ভাসমান পতিতাদের নিয়ে দেহব্যবসা করে আসছিল।
২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হকের নেতৃত্বে জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকীসহ অন্যান্যরা অভিযান পরিচালনা করেন।এসময় তারা ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলার ডাঙা গ্রামের রবিউল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৫) ও সুলতান পুর গ্রামের নুর ইসলামের কন্যা সুমাইয়া খাতুন(২০)কে শহিদুল ইসলামের ঘর থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে আটক করেছেন বলে পুলিশ জানিয়েছেন।
Leave a Reply