আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ নভেম্বর রবিবার বাদ মাগরিব ঘোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি রাসেল ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন ভাড়ুখালি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও সদর জামায়াতের দায়িত্বশিল প্রভাষকঃ মোঃ ওমর ফারুক কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সদর জামায়াতের সেক্রেটারি মাওঃ মোশাররফ হোসেন যুব বিভাগের টিম সদস্য প্রভাষক মুহা. মোক্তারুল ইসলাম ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বৃন্দ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টার পাশাপাশি আমাদের নৈতিকতার পরিবর্তন করে একটি সোনালি সমাজে পরিনত করতে হবে। পাশাপাশি আমাদের মানুষদেরকে ইসলামের পথে আহব্বান করতে হবে।
Leave a Reply