শাহিনুর ইসলাম:: “হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস- ২০২৪ পালন করা হয়েছে। বুধবার (২৯মে) সকাল ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও রাইট টু গ্রো প্রোজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিকের সামনে র্যালী ও আলোচনা সভা করা হয়। র্যালিটি সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিক চত্বর থেকে থেকে বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় CHCP আনোয়ার হোসেন, “রাইট টু গ্রো প্রোজেক্ট ” ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার, সুশান্ত কুমার রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম, CP- সোনিয়া রুপা, বিজলী মন্ডল,সহ কুলিয়া ইউনিয়ন CSO, CVA, LE,S প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক এর কমিটির সদস্য বূন্দ সহ এলাকায় পাচ (৫) বছরের নিচে শিশুর মা ও বাবারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার বিস্তারিত তুলে ধরে আলোকপাত করা হয়।
Leave a Reply