আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল এর সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই নির্দ্বিধায় বালু ও মাটি বিক্রি রমরমা ব্যবসা চালাচ্ছে মিলের ইনচার্জ শফিউল বাসার । অবৈধভাবে বালু তোলার ড্রেজারী মেশিন বসিয়ে টেন্ডার ছাড়া অত্র মিলের মধ্যের পুকুর থেকে কতৃপক্ষের চোখ ও জনসাধারণের অগচরে গভীর রাতে শত শত ট্রাক বালু বিক্রি করছে। সরেজমিনে দেখা যায় ড্রেজারী মেশিন বসিয়ে রাত ১০ টার পর থেকে মিলের ভেতরে ট্রাক বা হোল্লা গাড়ির মাধ্যমে বালু ও মাটি পাচার করা হচ্ছে এবং অন্নেত্র বিক্রি করা হচ্ছে যাহা আইন ও বিধি সম্মত নয়। এতে একদিকে যেমন সরকারি সম্পত্তি বিক্রি করে সরকারের অর্থ হরিলুট চলছে ও অন্যদিকে পুকুরের পাশের বড় মসজিদ, সরকারি পানির প্লান্ট ও অন্যান্য বিল্ডিং মাটির নিচে ধ্বংসের কারণে ক্ষতি হতে পারে কোটি টাকার সরকারি বিল্ডিং।
শুধু বালু নয়, ট্রাক ট্রাক লোহা-লক্কড়, টেন্ডার ছাড়াই বিক্রি করে নগদ অর্থ পকেটস্থ করছে শফিউল বাসার , শুধু তাই নয় নিয়োগ বাণিজ্য সহ বহু অবৈধ কাজ এখানে দেদারছে চলছে একাধিক সুত্রে জানাযায়। অত্র মিলের মধ্যে ভাড়াটিয়াদের ৮-৯ টাকা ইউনিট বিদ্যুৎ বিল, মিল কতৃপক্ষ আলাদা বিল তৈরি করে ভাড়াটিয়াদের থেকে চড়া মূল্য আদায় করা হয় ২৩/২৫ টাকা ইউনিট এ নিয়েও অনেকে প্রতিবাদ করেছে ভূক্ত ভূগীরা। কিন্তু কেউ কিছু বলতে গেলে ইনচার্জ বাশার তাদের ধমক সহ বিভিন্ন ভাবে হয়রানি করে যেটা একাধিক ব্যাক্তি এ প্রতিবেদক কে অভিযোগ করেন। আর এসব কাজের হোতা মিলের হিসাব রক্ষক ও বর্তমান ইনচার্জের দায়িত্বে থাকা শফিউল বাশার।
এই বিশাল সরকারি সম্পত্তি ইনচার্জ বাসার ও তার সহযোগী সিকিউরিটি ইনচার্জ বাদশা দীর্ঘদিন যাবত হরিলুট করে যাচ্ছে। মিলের ভেতরে বসবাসকারী ও স্থানীয়দের অভিযোগ। মিলের ভিতর বসবাসকারী কেউ তার অপকর্মের প্রতিবাদ করতে গেলেই তাকে বাসা ছাড়ার হুমকি দেয় বাশার। টেক্সটাইল মিলের এই সরকারি সম্পত্তি প্রায় ৭ বছর ধরে সে লুট করে আসছে।
গোপন সূত্রে জানা গেছে, মিল এর সরকারি সম্পত্তি হরিলুটে ইনচার্জ বাশারের ভরসাস্থল বিটিএমসি’র ডিজিএম কামরুল। এখানকার ফলফলাদি, পুকুরের মাছ ও টাকা পয়সার কিছু ভাগ পাঠিয়ে তাকে ম্যানেজ করেন বলে লোক মূখে শোনা যায়। শুধু তাই নয় স্থানীয়ভাবেও একটি সিন্ডিকেট তৈরি করেছেন শফিউল বাশার। এসব বিষয়ে অত মিলের চলতি দায়িত্বরত ইনচার্জ বাশার কিছু বিষয়ে অস্বীকার করে বলেন, যা কিছু হচ্ছে বিটিএমসি’র সাথে সমন্বয় করে হচ্ছে। তিনি আরো বলেন আমি দুই বছর যাবত তথ্য দিচ্ছি সাংবাদিকদের আর কিছু যদি আপনার জানার দরকার হয় তাহলে আপনি ঢাকা থেকে জেনে নেন আমি এখন ব্যস্ত আছি।
সাতক্ষীরার ঐতিহ্যবাহী সুন্দরবন টেক্সটাইল মিলের সরকারি সম্পত্তি ইনচার্জ বাশারের হাত থেকে রক্ষা করতে বস্ত্র মন্ত্রণালয় ও দুদক সহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করছে সাতক্ষীরার সচেতন মহল।
Leave a Reply