স্টাফ রিপোর্টার: দেবহাটায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত সহ উপজেলার বিভিন্ন প্রান্তের অন্তত শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply