আজকের সাতক্ষীরা দপর্ণ ডেস্ক: খারাপ কাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপিও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আশু বলেন, কে আমাকে ভোট দিয়েছে, আর কে ভোট দেয়নি, সেটা আমার দেখার বিষয় না। ভালো যা কিছু আছে তার সাথে আমি আছি, খারাপ কাজের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলেরই এমপি। কাজেই উন্নয়নে আমার কাছ থেকে কেউই বঞ্চিত হবে না।
হুঁশিয়ারি দিয়ে এমপি আশু বলেন, সাতক্ষীরায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না। টেন্ডার বাজীসহ কোন দখল বাজি করা যাবে না। নিয়োগ বাণিজ্য করা যাবে না। সাতক্ষীরায় মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে। অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। সাতক্ষীরায় কেউ কোন খারাপ কাজ করলে তার কোন ক্ষমা হবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা উপ-সহাকারী প্রকৌশলী মো. আব্দুল আলিম, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।
Leave a Reply