স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কেমিস্টস্ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক মাজহারুল ইসলাম চঞ্চল, আনিসুর রহমান লিটু, জিল্লুর রহমান জুয়েল, সাতক্ষীরা জেলার ড্রাগ সুপার মোঃ আবু হানিফ। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য কাজী আক্তার হোসেন ও সদর উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার নেতৃবৃন্দ যথাক্রমে সুমন হোসেন, সাকিব আল হাসান, কমল রায় চৌধুরী টিপু, আব্দুস সোবহান, মাহবুবুর রহমান পান্নু সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সৈয়দ রেজাউল হোসেন টুটুল, সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, আশাশুনি উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মমিন, শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দবীর আহমেদ, তালা উপজেলা শাখার আহ্বায়ক আনিসুর রহমান, পাটকেলঘাটা থানা শাখার সাধারণ সম্পাদক উৎপল সাধু। সম্মেলনে সাতক্ষীরা জেলার সকল উপজেলা এবং খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী ২১ টি জেলার কেমিস্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ্র্যফেল ড্র অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওষুধ ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply