স্টাফ রিপোর্টার: দেবহাটার ইছামতি নদীতে ছিঁপ দিয়ে মাছ ধরতে গিয়ে এক মৎস্য শিকারির মৃত্যু হয়েছে। মৃত মৎস্য শিকারির নাম মনিরুল ইসলাম (৫২)। তিনি উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। বৃহষ্পতিবার ভোররাতে কোমরপুর ¯øুইজ গেইট সংলগ্ন ইছামতি নদীর শাখা খালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দেবহাটা থানায় খবর দেয়া হলে প্রত্যুষে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা গণমাধ্যমকে জানান, মনিরুল ইসলাম প্রায়ই রাতের বেলা ইছামতি নদী ও শাখা খালে ছিঁপ দিয়ে মাছ ধরতে যেতেন। বুধবার রাতেও তিনি সেখানে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু ভোর হলেও তিনি আর বাড়িতে ফেরেননি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মনিরুলের মরদেহের পাশে মাছ ধরার ছিঁপ সহ অন্যান্য সরঞ্জামাদি পড়ে ছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। মরদেহটি উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply