আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে। জাতীয় পতাকা, শ্রমিকলীগের পতাকা উত্তোলন করা। এর আগে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়ক র্যালি বের হয়। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠন ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবু ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্না আর, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন,পৌর শ্রমিক লীগের মোঃ জহর আলী, রমজান আলী মো.সহিদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম, পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান,সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান খান, কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবভাটা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের,আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম,কালিগঞ্জ শ্রমিক লীগের সভাপতি শাহাজালাল, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি,তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ, আব্দুর জব্বার,শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি।
Leave a Reply