নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুরে রহমানের হোটেলে মিষ্টিতে ব্যাঙ পড়ায় স্থানীয়দের হস্তক্ষেপে সেই মিষ্টি বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে সখিপুর মোড়স্থ মা-মনি সুইটমিট হোটেল এন্ড রেস্টুরেন্টে।
জানা যায়, উপজেলার সখিপুর মোড়স্থ শেখ আব্দুর রহমানের মা-মনি সুইটমিট হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো মিষ্টিতে ব্যাঙ পায়। এ বিষয়ে হোটেল কর্মচারীদের সাথে কথা কাটাকাটি হয় ওই ব্যক্তির। কথা কাটাকাটির এক পর্যায়ে লোকজন জড়ো হয় হোটেলের সামনে। পরবর্তীতে উপস্থিত জনতা হোটেল কর্মচারীকে দিয়ে রাস্তায় ফেলে বিনষ্ট করে কয়েক কেজি মিষ্টি।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, মা-মনি সুইটমিট হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের দিকটা একটু ভালো দেখা গেলেও হোটেল সংলগ্ন পিছনের রান্না ঘরটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। তাছাড়া ইতোপূর্বেও হোটেলটিতে বিভিন্ন অস্বাস্থ্যকর দ্রব্য পাওয়া গেছে বলেও জানায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি।
এ ব্যাপারে হোটেল ব্যবসায়ী শেখ আব্দুর রহমান বলেন, আমি হোটেলে ছিলাম না। পরে এসে শুনছি মিষ্টিতে নাকি ব্যাঙ পাওয়া গেছে।
Leave a Reply