স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সুযোগ্য কন্যা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭টি গাছের চারা রোপণ করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
বৃহস্পতিবার উক্ত গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিকদার মো: জিননুরাইন, সহকারি অধ্যাপক মো: জাকির হোসেন, রোজিনা বেগম, লীলাবতী মন্ডল, মো: জালাল গাজিসহ মোট শিক্ষক ও কর্মচারিবৃন্দ। এছাড়াও ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
গাছের চারা রোপনকালে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিকদার মো: জিননুরাইন বলেন, সাতক্ষীরার আম সব জায়গায় বিখ্যাত। সাতক্ষীরার আমের চারা মাননীয় প্রধানমুন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭ টি গাছের চারা রোপণ করায় শেখ এজাজ আহমেদ স্বপনকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে মাননীয় প্রধানমুন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।
গাছের চারা রোপনকালে শেখ এজাজ আহমেদ স্বপন সকল শিক্ষক ও কর্মচারিদেরকে বলেন, আপনারা নিজ হাতে নিজ প্রতিষ্ঠানে একটি গাছের চারা রোপণ করুণ যাতে একদিন বলতে পারেন আমার হাতে আমার প্রতিষ্ঠানে গাছ লাগানো আছে।
Leave a Reply