তুহিন হোসেন সাতক্ষীরা: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ২২জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, শ্যামনগর ৫ জন, কলারোয়ায় ২ জন এবং সাতক্ষীরা সদর হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সাতক্ষীরা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এটি সর্বোচ্চ সংখ্যা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আজকের (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গু রোগীর প্রতিবেদন অনুযায়ী জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩০ জন। এরমধ্যে মারা গেছে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১৫ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার করা হয়েছে ৫৯ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।
Leave a Reply