আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। সাতক্ষীরা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক, সদর সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, আগর দাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, আলিপুর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, শিবপুর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাশদহ চেয়ারম্যান মফিজুর রহমান, ঘোনা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। মাসিক সভায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ, নিত্য পণ্য দ্রবণীয় নিয়ন্ত্রণ করা। আর যাহারা খাদ্যদ্রব্য সিন্টেকেট করে উচ্চ দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট এর মাধ্যমে সাজা প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।
Leave a Reply