নিজস্ব প্রতিনিধি: খুলনা রেঞ্জের সেপ্টেম্বর, ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা সদর থানা পুলিশ অনবদ্য অর্জন করেছে। ১৯ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের আগস্ট ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মইনুল হক বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগস্ট-২০২৩ মাসের তদন্ত ও অপরাধ পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে তিনি বলেন, তদন্ত ও অপরাধ দমনে সাতক্ষীরা জেলা অনবদ্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তিনি আরো বলেন, খুলনা রেঞ্জের মধ্যে সাতক্ষীরাকে শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল সদর সার্কেল সাতক্ষীরা, শ্রেষ্ঠ থানা সাতক্ষীরা সদর থানা, শ্রেষ্ঠ চৌকস অফিসার এসআই মো. হাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানা ও এএসআই মোহাম্মদ শাহানুর আলম সাতক্ষীরা সদর থানা।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর দিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের তত্ত্বাবধানে এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ।
Leave a Reply