নিজস্ব প্রতিনিধি: প্রবাসি জনৈক ব্যাক্তির এক সন্তান এর স্ত্রীর সাথে এক ঘরের মধ্যে যৌন মিলনের সময় জনতার হাতে আটক মাদ্রাসার সুপার রুহুল আমিন, ৮০ হাজার টাকায় রফাদফা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার খেজুর ডাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন একই উপজেলার দেবনগর গ্রামের মৃত্যু গোলাম মোস্তফার ছেলে। রুহুল আমিন তার নিজ গ্রাম দেবনগর ছেড়ে দীর্ঘদিন খেজুর ডাঙ্গা গ্রামের খালধারে বাড়ি করে বসবাস করে। একই এলাকার জনৈক ব্যাক্তি কয়েক মাস পূর্বে বিদেশে পাড়ি জমাই। এক পর্যায় কুনজর পড়ে নারী লোভী রুহুল আমিন এর এবং উভয়ের মধে দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক চলে সেই সুত্রে ধরে গতকাল গভীর রাতে ঐ প্রবাসীর স্ত্রীর সাথে মেলামেশা করার সময় এলাকা বাসি হাতেনাতে ধরে উত্তম মাধ্যমে দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। বিষয়টি স্হানী ব্যাক্তিদের মাধ্যমে ৮০ হাজার টাকার বিনিময়ে সমোজতা করে নেই বলে এলাকা বাসির অভিযোগ। উল্লেখ্য বিষয়টি গ্রামবাসি এমন ঘটনা আগেও কয়েক বার শুনেছে যার কারনে গ্রামের লোকজন ওৎ পেতে ছিল তাদের অবৈতনিক কর্মকাণ্ড লিপ্ত হলে ধরার জন্য। এলাকা বাসি বলেন রুহুল আমিন দুই সন্তানের জনক তার বড় মেয়ে গত বছর বিয়ে হয়েছে, রুহুল আমিন লাবসা দাখিল মাদ্রাসার সুপার। এবিষয়ে লাবসা দাখিল মাদ্রাসার জনৈক শিক্ষক গনমাধ্যমদের বলেন আমাদের মাদ্রাসার সুপার রুহুল আমিন ঐ প্রবাসির বৌ নিয়ে পড়ে থাকে এমনকি মাদ্রাসায় এসে রুহুল আমিন প্রায় ঐ বৌয়ের সাথে ভিডিও কলে অশ্লীলতা কথা বলে ও অঙ্গ ভঙ্গিতে কথাবলে এটা আমরা সবাই জানি।
Leave a Reply