নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দৌলতপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ১১ সেপ্টেম্বর অবৈধ ড্রেজার মেশিন আটকপূর্বক জব্দ করেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ধুলিহর ইউনিয়নের কথিত এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে হরহামেশাই সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক বালু উত্তোলন করে আসছে। সোমবার দৌলতপুর গ্রামে ঐ জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা অবৈধ ড্রেজার মেশিন মালিক স্থানীয় আয়ুব আলী প্রকাশ্য বালু উত্তোলন করার সময় স্থানীয় একজন সংবাদ কর্মী জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অবৈধ ড্রেজার মেশিন আটকপূর্বক জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের জিম্মায় রেখেছেন। স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, প্রভাবশালী ওই জনপ্রতিনিধির প্রকাশ্য ইন্ধনে একাধিক অবৈধ ড্রেজার মেশিন মালিক সম্পূর্ণ বেআইনিভাবে দীর্ঘ দিন ধরে এলাকায় বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে ইতোপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এসব অবৈধ ড্রেজার মেশিন মালিকরা ওই জনপ্রতিনিধির ইন্ধনে বেশ দাম্ভিকের সাথে বালু উত্তোলন করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। সোমবার আয়ুব আলীর অবৈধ ড্রেজার মেশিন স্থানীয় ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জব্দ করেছেন বলে তিনি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় মিষ্টি বিতরণসহ প্রশংসায় ভাসছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সচেতন এলাকাবাসী অবিলম্বে এলাকার সব অবৈধ ড্রেজার মেশিন আটক ও জব্দ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply