নিজস্ব প্রতিনিধি: মাছ চাষ করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করছেন। তাদের মাছ চাষে সফল হতে দেখে আশেপাশের বিভিন্ন গ্রামেও মাছ চাষ ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চাষ করে প্রায় দুই শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছে।
বর্তমানে ফরমালিনের কারণে অনেকে মাছ কিনতে ভয় পান। তাই এই উপজেলার চাষিরা ফরমালিনমুক্ত তাজা মাছ চাষে আগ্রহী হন। এই উপজেলার গ্রামের যেদিকে চোখ যায় শুধু পুকুর আর পুকুর। ব্যবসায়ীরা এই উপজেলার উৎপাদিত তাজা মাছ ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌঁছে দিচ্ছেন। এসব পুকুরে চাষ হচ্ছে- রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, তেলাপিয়া, পাংগাসসহ বিভিন্ন মাছ।
গ্রামের আদিত্য রায় দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, আমি ১০ বিঘা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করি। শুরুতে ১ বিঘা পুকুরে মাছ চাষ করলেও বর্তমানে ১০ বিঘার বড় পুকুরে মাছ চাষ করছি। মাছ চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি। আমার মতো অনেক চাষিই মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন।
কলাগাছি গ্রামের অনিল সরকার, তপন সরকার, অমিত সরকারসহ কয়েকজন মাছ চাষি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, আমরা মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছি। আমাদের উৎপাদিত তাজা মাছ এই জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমাদের এখানকার মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ আমাদের উৎপাদিত মাছে কোনো ফরমালিন নেই। মানুষ নির্বিঘ্নে আমাদের উৎপাদিত মাছ ক্রয় করে খেতে পারে। ফলে আমাদের মাছের অনেক চাহিদা রয়েছে। তাই অন্যান্য চাষের থেকে মাছ চাষে আমরা বেশি লাভবান হতে পারি।
Leave a Reply