তুহিন হোসেন সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার শ’ অতিক্রম করেছে। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪০২ জন। এরমধ্যে গত আগস্ট মাসে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ২২৫ জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। সকল মৃত্যুর ঘটনায় আগস্ট মাসে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন। এরমধ্যে মারা গেছেন ৫ জন। মৃতদের ৪ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জন বেসরকারী হাসপাতালে। তিনি আরো জানান, ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৪০২ জন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮ জন। এছাড়া ৩০ জন রোগী উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে স্থানান্তর হয়েছে।
ডা. জয়ন্ত দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে আরোও জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর বেশিরভাগই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত মেডিকেলে ভর্তি রোগীর সংখ্যা ১৯৬ জন। এছাড়া কলারোয়ায় ৭২ জন. সাতক্ষীরা সদর হাসপাতালে ৪৯ জন, কালিগঞ্জে ৩১ জন, তালায় ১৮ জন, দেবহাটায় ১২ জন, শ্যামনগরে ১২ জন এবং আশাশুনিতে ৪ জন। এছাড়া বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ জন।
Leave a Reply