নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১৪ বোতল বিদেশী মদসহ ৪জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিযৈ ২৩ আগস্ট বৈকারী সড়কের ভাদড়া মাঠস্থ মেসার্স আঁখি ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর হতে মো. ফিরোজ হোসেন(২৬) ও সিরাজুল ইসলাম (৩৪) নামের দুজনকে আটক করেন। এ সময় ধৃত তাদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১০০ গ্রাম, মূল্য অনুমান ২ লক্ষ ৫০হাজার টাকা এবং মোট ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৫ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এদিকে অপর অভিযানে থানার এসআই সৈকত মল্লিক, এসআই তন্ময় কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ আগস্ট ভোরে লাবসা ইউনিয়নের দেবনগর সাকিনস্থ সরকারি পুকুরকান্দা মথুরাপুর বাইপাস চৌরাস্তার মোড় পাকা রাস্তার উপর হতে ফিরোজ সরদার রাজু(৩০) ও সাইফুল ইসলাম(৩০) নামের দুজনকে আটক করেন। এ সময় ধৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১৪ বোতল বিদেশী মদ, ওজন ১০,৫০০ এমএল, মুল্য অনুমান ৭০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
Leave a Reply