আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট ২০২৩ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ৯.৩০টায় শহরের খুলনা রোডের মোড়ে অবস্থিতবঙ্গবন্ধু ম্যুরাল বেদীতে পুষ্পস্তবক অর্পণ।সকাল ১০টায় সাতক্ষীরাপ জেলা শিল্পকলা একাডেমীতে ১৫ আগস্টের আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী (টুঙ্গিপাড়ার মিয়া ভাই) ও পুরস্কার বিতরণ।সুবিধাজনক সময়ে স্থানীয় কেবল অপারেটর, জেলা ও উপজেলার সুবিধাজনক স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র (অসমাপ্ত মহাকাব্য/চিরঞ্জীব বঙ্গবন্ধু) ও চলচ্চিত্র (টুঙ্গিপাড়ার মিয়া ভাই) প্রদর্শন।বাদ জোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতা, হামদ-নাত এবং দোয়া মাহফিলের আয়োজন। প্রেসবিজ্ঞপ্তি
Leave a Reply