মোমিন সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ী ইউনিয়নের এক অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীরকে বই কিনে দেওয়া হয়েছে। আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মো. কবীর হোসেন মিলনের নিজস্ব অর্থায়নে গোদাঘাটা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির মেধাবী ছাত্রী ও আগরদাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের অসহায় দরিদ্র আক্তারুজ্জামানের কন্যা সাদিয়া সুলতানা রিয়াকে বই কিনে দিয়েছেন। গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদে ওই পরিবারের কন্যা সাদিয়া সুলতানা রিয়ার হাতে বই তুলে দেন ইউপি চেয়ারম্যান কবীর হোসেন মিলন। রিয়ার পরিবার জানান, তার কন্যা গোদাঘাটা দাখিল মাদ্রাসায় নবম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। কিন্তু অসহায় দরিদ্র পরিবার হওয়ায় বই কেনার অভাবে তার লেখাপড়া করতে সমস্যা হচ্ছিল। ইতোমধ্যে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবীর হোসেন মিলন বিষয়টি শুনে তিনি তার কন্যাকে বই কিনে দেন। ইউনিয়নের কয়েকজন অসহায় দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে ইউপি চেয়ারম্যান বই কিনে দিয়েছেন বলে ওই পরিবার জানান।
Leave a Reply