1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আগড়দাঁড়িকে ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান কবির হোসেন মিলন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

আগড়দাঁড়িকে ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান কবির হোসেন মিলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৫২ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা থেকে:

সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১০নং আগড়দাঁড়ি ইউনিয়ন ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। মানুষের মাঝে সুখ শান্তি খুঁজে পেতে মানব সেবা নিয়জিত মানবিক চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন। সমাজ ও মানবসেবায় গুরত্বপূর্ণ অবদান রেখেছেন। সমাজ ও মানবসেবায় গুরত্বপূর্ণ অবদানের জন্য তিনি নানা পদক পেয়েছেন। সব মিলিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে অত্র ইউনিয়ন বাসীকে উপহার দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান কবির হোসেন মিলন।
সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগড়দাঁড়ি ইউনিয়নটি ঐতিহ্য নিয়ে গঠিত। ইউনিয়নটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৩টি, মাদ্রাসার সংখ্যা ০৭টি, কলেজ ০১টি, হাফিজিয়া খানা, এতিমখানা কমপ্লেক্স/ মাদ্রাসা ০৪টি, এই ইউনিয়নের বেশিভাগ মানুষের কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে এই এলাকার মানুষ। মোঃ কবির হোসেন মিলন ১০নং আগড়দাঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে গ্রাম ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য কৃষকের তালিকা মাধ্যমে সরকারি বিনামূল্যে সার, বীজ বিতরণ,ভূমিহীন, হতদরিদ্র জন্য ভিজিডি,টিসিবি কার্ড দিয়ে হতদরিদ্র পরিবারের জীবন মান সচ্ছলতা জন্য কাজ করে যাচ্ছেন।
আগড়দাঁড়ি ইউনিয়নের একাধিক মানুষ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানিয়েছেন, চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন আমাদের যুবকদের জন্য একটি আইকন হিসেবে ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে। তিনি ক্ষমতা আসার পর থেকে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানির কল ও ট্যাংকি স্থাপন, মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এলাকার একাধিক নারীরা জানিয়েছেন, চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন ক্ষমতা আসার পর থেকে এলাকার যুবকদের মাদক, সন্ত্রাস ইভটিজিং থেকে দূরে রাখতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে যাচ্ছেন। শুধু তাই নয় সামাজিক উন্নয়নমূলক কাজেও যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করছেন এই চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দারা দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান ১০নং আগড়দাঁড়ি ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করতে চেয়ারম্যান নিজ অর্থায়নে রাস্তা কালভার্ট সহ বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছেন। বিগত বছরগুলোতে জন্ম নিবন্ধন নিতে যে বিলম্ব হতো এখন সেগুলো আর হচ্ছে না বলেও জানান এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন এর সাথে কথা বললে তিনি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি জনগণের ভোটে চেয়ারম্যান হওয়ার পর থেকে নির্বাচনের ওয়াদা মাফিক কাজ করে যাচ্ছি। এছাড়াও আমি একজন জনগণের সেবক হিসেবে আমার এলাকার জন্য যা যা করা উচিত আমি তা করে যাচ্ছি। বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন গুলোতে হতদরিদ্রদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আসছে আমি সেগুলো নিশ্চিত করেছি এবং তালিকার মাধ্যমে জনসাধারণের মাঝে সঠিকভাবে বন্টন করতে সক্ষম হয়েছি। এতে এলাকাবাসীরও সহযোগিতা করেছে পাশাপাশি আমার ইউপি সচিব ও ইউপি সদস্যরা আমার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে পাশে থাকার আহ্বান করে বলেন সবাই পাশে থাকলে আমি আমার এই কার্যক্রমণ করতে পারব।
তিনি আরও জানান, প্রশাসনের সহায়তায় সমাজ থেকে মাদক, সন্ত্রাস দূর করেছেন। প্রতিনিয়ত বাল্য বিয়ে বন্ধ করেন। এছাড়াও ব্যক্তিগত সহায়তায় অনেককে আইনগত সহায়তা দিয়েছেন। বিশেষ করে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে গ্রাম আদালতের মাধ্যমে তিনি চার শতাধিক সমস্যার সমাধান দিয়েছেন। চেয়ারম্যান কবির হোসেন মিলন মানব ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চলতি বছর সম্মাননা স্মারক পেয়েছেন। এছাড়াও তিনি গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় অসংখ্যা সম্মাননা স্মারক লাভ করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd