ডুমুরিয়া প্রতিনিধিঃ চুকনগরে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। এছাড়া বাজারের ৪টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ-০১০১) কাঁঠালতলা বাজারে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।এতে ১৫ জনের মত যাত্রী কম বেশি গুরুতর আহত হয়।তবে আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।তারা হলেন,ডুমুরিয়া উপজেলার আঠারোমাইলের আবু বকর সিদ্দিকের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩০) ও বটিয়াঘাটা এলাকার দিলিপ কুমারের মেয়ে দিপা (৩৫)।জরুরী ভিত্তিতে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply