ন্যাশনাল ডেস্ক: কাঁচা মরিচের দাম এখনো খুচরা পর্যায়ে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি। বাড়তি দামের কারণে ক্রেতারা কাঁচা মরিচ কেনা কমিয়ে দিয়েছেন। কাঁচা মরিচের বদলে এখন ক্রেতারা ঝুঁকছেন শুকনা মরিচের প্রতি। তাতে বাজারে শুকনা মরিচের দামও বাড়তে শুরু করেছে। এমনিতে শুকনা মরিচের দাম খুব বেশি ওঠানামা না করলেও গত এক মাসে কাঁচা মরিচের দামের প্রভাবে শুকনা মরিচের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে।সাধারণত বর্ষা মৌসুমে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকে। এ জন্য এই সময়ে শুকনা মরিচের চাহিদা বেড়ে যায়। এবার কাঁচা মরিচের সরবরাহ কমার পাশাপাশি দামও বেড়েছে অস্বাভাবিক। তাতে বাজারে শুকনা মরিচের দামও বেড়ে গেছে। বর্তমানে আমদানি করা শুকনা মরিচ খুচরায় বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা কেজি। দেশি শুকনা মরিচের কেজি ৪০০ থেকে ৪২০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচের বাজারে অস্থিরতা শুরু হয়েছে এক মাসের কম সময় ধরে। এই সময়েই বাজারে দেশি শুকনা মরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে বেশি বেড়েছে আমদানি করা শুকনা মরিচের দাম। এই মরিচের দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এক মাস আগেও আমদানি করা শুকনা মরিচের দাম ছিল ৪৪০ থেকে ৪৫০ টাকা কেজি।
রাজধানীর বৃহত্তম পাইকারি বাজার কারওয়ান বাজারের রব স্টোরের বিক্রেতা নাইম হাসান বলেন, এখন আমদানি করা প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, গত বছরের এই সময়ে বাজারে দেশি শুকনা মরিচের কেজি ছিল ২৬০ থেকে ৩০০ টাকা। আর আমদানি করা শুকনা মরিচের দাম ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা। টিসিবির হিসাবে, গত এক বছরে বাজারে দেশি শুকনা মরিচের দাম বেড়েছে ৪৬ শতাংশ। আর আমদানি করা শুকনা মরিচের দাম বেড়েছে ১৬ শতাংশ।
শুকনা মরিচের দাম আগে বাড়লেও বর্তমানে বাজারে বড় কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে শুকনা মরিচের সরবরাহে তেমন কোনো ঘাটতি নেই। তাই বাজারে বড় কোনো অস্থিরতা তৈরি হওয়ারও আশঙ্কা নেই।
এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার প্রতি কেজি দেশি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। আর আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকায়। চলতি মাসের শুরুতে কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। দেশি কাঁচা মরিচের সংকটে আমদানি করা হলেও বাজার এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
Leave a Reply