আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা শহরে প্রতিদিনই বাড়ছে খোলা জায়গায় ময়লা-আবর্জনার স্তুপ। পৌরসভা থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য প্রতিটি ওয়ার্ডে ডাস্টবিন নির্মাণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়ায় শহরবাসী যত্রতত্র ফেলছে ময়লা-আবর্জনা। এতে দিনদিন শহরের ব্যস্ততম এলাকাসহ অলিগলিতে সড়ক ও ফুটপাতের ওপর বাড়ছে ময়লার-আবর্জনার স্তুপ। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। পথচারীসহ যানবাহনের যাত্রীদের বায়ুদূষণ থেকে বাঁচতে নাকে-মুখে রুমাল চেপে ঐসব স্থান পারাপার হতে দেখা যাচ্ছে। দিনদিন খোলা ডাস্টবিনের সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে সাতক্ষীরা পৌরসভার তেমন কোনো উদ্যোগ নেই। সরেজমিন সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে পাওয়া চিত্রে দেখা গেছে, কম-বেশি প্রতিটি ওয়ার্ডেই পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে। তবু দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি যত্রতত্র গড়ে ওঠায় অলস, দায়িত্বহীন পৌরবাসী তাদের পরিত্যক্ত ময়লা-আবর্জনা বা উচ্ছিষ্ট কখনো সড়কের ওপর কখনো-বা ফুটপাতের ওপর ফেলে দিচ্ছে। এচিত্র প্রকট হয়ে দেখা দিয়েছে সাতক্ষীরা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক পাকাপুল থেকে খালধারসহ বেশ কিছু স্থানে। বাসাবাড়ি, হোটেলের পচা-বাসি খাবার, ফল-মূলসহ দোকানপাটের বিভিন্ন পরিত্যক্ত ময়লা-আবর্জনা। এতে পরিবেশ নষ্টসহ বায়ুদূষণ যেমন হচ্ছে, তেমনি রোগজীবাণু ছড়াচ্ছে। এছাড়াও দেখা গেছে, ক্লিনিকের পাশে আবর্জনার স্তুপ, সেখান থেকে ছড়ানো দুর্গন্ধে রোগীদেরও দুর্ভোগ বাড়ছে। উন্মুক্তস্থানে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে গড়ে ওঠা ডাস্টবিনগুলো বাতাসে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। এদিকে সাতক্ষীরা বড় বাজারে খাল-ই যেনো ডাস্টবিন! স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, যে যেভাবে পারছে এখানে ময়লা-আবর্জনা ফেলছে। তারা আরো বলেন, দিনদিন ময়লা-আবর্জনা ফুটপাতসহ রাস্তায় জমে যানবাহন আর পথচারীদের পায়ের চাপায় পিষ্ট হলেও পৌরসভার আবর্জনাবাহী গাড়ি নিয়মিত এসব ময়লা তুলে নিচ্ছে না। এছাড়া শহরের বহু স্থানে পৌরসভার নির্মিত ডাস্টবিনগুলো সড়কের ওপর হওয়ায় এসব ডাস্টবিন থেকে পঁচা-গলা ময়লা-আবর্জনার পানি প্রতিনিয়তই সড়কের ওপর ছড়িয়ে পড়ছে। এতে পথচারীদের হাঁটাচলায় দুর্ভোগ সৃষ্ট হচ্ছে নিয়মিত। বর্ষাবৃষ্টিতে ডাস্টবিনের পঁচা-গলা পানিতে হাটাচলাও অসম্ভব হয়ে ওঠে। এদিকে দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, পৌরসভার পাশাপাশি শহরবাসীও তাদের দায় এড়াতে পারেন না। নির্দিষ্ট স্থান থাকার পরও তারা ফুটপাত বা সড়কের ওপরই ফেলছে ময়লা-আবর্জনা। আর এতে দিনদিন দূষিত হচ্ছে শহরের পরিবেশ, দুর্ভোগ বাড়ছে পৌরবাসীর। এ অবস্থায় ব্যস্ততম স্থানগুলোতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধসহ পর্যাপ্ত ডাস্টবিন নির্মাণ করে জনদুর্ভোগ থেকে পৌরবাসীদের রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন সচেতন পৌরবাসী।
Leave a Reply